গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সাবেক সাধারণ সম্পাদক মুরাদ কবীরকে আহ্বায়ক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফকে যুগ্ম আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, আগামী ৫ অক্টোম্বর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করার কথা রয়েছে। ওই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ সিকদার জানান, গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা পালন করে নেতাকর্মীদের সুসংগঠিত করার চেষ্টা করবো।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদ কবীর জানান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ৯০ দিনের দায়িত্ব দেওয়া হয়েছে। নিরপেক্ষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সঠিক দায়িত্ব পালন করবো।
বিডি প্রতিদিন/এমআই