২৭ অক্টোবর, ২০২০ ১১:৩৩

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার রাত ১ টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এরপর পর থেকে খুলনার সাথে সারাদেশের সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।   

স্টেশন মাস্টার আবদুল ওহাব জনানা, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রেনটি সাবদালপুর স্টেশনে অবস্থান করছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী পার্বতীপুর ট্রেনটি আউটার হোম সিগন্যাল অমান্য করে লুকলাইনে প্রবেশ করে এবং দুইটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় বিকট শব্দে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ট্রেন দুইটির ৩টি বগি লাইনচ্যুত হয়। 

প্রকৌশলী বিভাগসহ ৮টি ইউনিট কাজ করে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক করে। তিনি আরো জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর