২৯ অক্টোবর, ২০২০ ১৯:১৫

কুমিল্লায় অভিযান চালিয়ে ৩ প্রতারককে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অভিযান চালিয়ে ৩ প্রতারককে গ্রেফতার

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার সময়ে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পান্ডুঘর গ্রামের মো. কাউছার প্রকাশ আনিছ (৩৪), চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ড্যামশা গ্রামের আহমদ হোসেন (৫৯) ও কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকায় বসবাসরত তুষার সরকার (২৩)। তারা নিজেদের পুলিশ ও আনসার কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন বলে জানায় র‌্যাব।

আজ বৃহস্পতিবার র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত আনিছ নিজেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড প্রদর্শন করে এবং আহমদ হোসেন নিজেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তুষার সরকারসহ কুমিল্লা নগরীর রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। 

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার নগরীর রাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে। এ সময়ে তাদের নিকট থেকে পাঁচটি মোবাইল ফোন, চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন লোকজনের নিকট থেকে সংগৃহীত মোট ১২ হাজার ৮০০ টাকা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর