গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। উপজেলা প্রশাসনের নিয়মবহির্ভূত কার্যকলাপের প্রতিবাদে তিনি এই বর্জনের ঘোষণা দেন।
জানা যায়, কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল রবিবার সকালে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের এবং উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২০ উপলক্ষে সম্মাননা ও পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হলেও ওই ব্যানারে তাকে বিশেষ অতিথি করা হয়। ওই ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনকে নিয়ম বহির্ভূতভাবে অনুষ্ঠানের সভাপতি করা হয়।
এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই অনুষ্ঠানটি বর্জন করেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিনও ওই অনুষ্ঠান বর্জন করেন।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, গত দেড় বছরে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মনগড়া কর্মসূচি পালন করছেন। শিক্ষা ও যুব অধিদপ্তর উপজেলা পরিষদের আওতায় হলেও তাকে বিশেষ অতিথি করেন। তিনি ম্যানুয়াল ভেঙে নিজে সভাপতি দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হলেও মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠান হলে সেখানে সভাপতিত্ব করেন ইউএনও মহোদয়। এ কারণে অনুষ্ঠানে উনাকে সভাপতি করা হয়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, শিক্ষা কমিটির সভা ছিল না, এটা পদক বিতরণী অনুষ্ঠান ছিল। সরকারি প্রোটকলে যেভাবে করা হয় আজকের অনুষ্ঠানটি সেভাবেই করা হয়েছে। এছাড়া অনুষ্ঠান বর্জনের বিষয়টি আমার জানা নেই।
বিডি প্রতিদিন/আবু জাফর