রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় মঙ্গলবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি। সকাল ১১টায় মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় চারনেতার সন্তান ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, এমপি আয়েন উদ্দিন, এনামুল হক ও আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ।
এদিকে, জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে মাইকযোগে কোরআন তিলাওয়াত করা হয়েছে।
সকাল ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল।
বিডি প্রতিদিন/ফারজানা