ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ স্কাউটসের অষ্টম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বোয়ালমারী অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার স্কাউটার এম এম শাহীদুর রহমান বাবু এবং স্কাউটার লক্ষনপদ পাল ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস এম ওবায়দুর রহমান প্রমুখ।
সভায় বিগত তিন বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। সভা শেষে ৩০০ কাউন্সিলরের ভোটে আগামী তিন বছরের জন্য সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে প্রতিনিধি নির্বাচিত হয়।
পদাধিকার বলে এই কমিটির সভাপতি ইউএনও। সভায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই