হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন।
উদ্ধার হওয়া মাহমুদা আক্তার (১৮), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর বাঁশপুকুরিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে।
জানা যায়, গত রবিবার বিকেল থেকে দিনাজপুরের ঘোড়াঘাট নূনদহ ঘাট এলাকায় এক মেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে এবং তার আশেপাশে কিছু যুবক ঘোরাফেরা করছে, এমন খবর আসে পুলিশের কাছে। খবর পেয়ে রাত ৮টার দিকে ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান এবং এএসআই আসমা খাতুন নূনদহ ঘাট এলাকা থেকে মাহমুদাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাহমুদা তার পরিচয় বা ঠিকানা বলতে পারছিল না। পরে পুলিশের প্রচেষ্টায় তার পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনকে খবর দেয়। প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার রাতে তার মা মাহমুদাকে নিজ জিম্মায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, মেয়েটিকে অক্ষত অবস্থায় তার মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, তার পাশেই ব্রীজের কাজ চলছিল। ব্রীজের কাজ করা বেশ কিছু শ্রমিক ও স্থানীয় কয়েকজন যুবক মেয়েটির আশেপাশে ঘোরাফেরা করছিল। যথাসময়ে আমরা উদ্ধার করতে না পারলে যেকোন অঘটন ঘটে যেতে পারত।
তার মা রোজিনা বেগম এর উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, তার মেয়ে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই বয়সে তাকে তিনবার বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানসিক সমস্যার কারণে সে তার কোন স্বামীর বাড়িতেই বেশী দিন থাকতে পারেনি। গত রবিবার হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় মাহমুদা। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে পুুলিশের সহযোগীতায় মেয়েকে ফিরে পেলেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল