ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া কামনার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ও যুবলীগ আহবায়ক নাজিম উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন