মেয়াদোত্তীর্ণ হওয়ার ১৯ মাস পর জয়পুরহাট জেলা বিএনপির কমিটি ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শামছুল হককে আহ্বায়ক এবং জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহাবকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করবে।
২০১৭ সালের মার্চ মাসে জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালে মার্চ মাসে।
বিডি প্রতিদিন/আরাফাত