‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথান অতিথি ছিলেন, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পাল।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, ক্যাবের সভাপতি বাবুল সরদার, মল্লিকের বেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম, কাল্ব এর জেলা ব্যবস্থাপক ইদ্রিস আলী, সাংবাদিক এস এম সামছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান বক্তারা। পরে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতির মাঝে পুরস্কার বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল