শেরপুরের শ্রীবরদীতে গৃহকত্রীর নির্যাতন-অত্যাচারের শিকার হয়ে শিশু গৃহকর্মী সাদিয়া উরফে ফেলির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে মানবাধিকার সংস্থা আমাদের আইন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের জেলা প্রশাসক কার্যালয় গেইটে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ওই ঘটনার মামলায় গৃহকর্তা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব শাকিলকে গ্রেফতারসহ শাকিল-ঝুমুর দম্পতির বিচার চেয়েছেন। মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয় দীর্ঘদিন ধরে ওই গৃহকর্মী শাকিলের বাসায় নির্যাতনের শিকার হলো কিন্তু আসামি হলেন শুধু শাকিলের স্ত্রী।
তাহলে শাকিলের ভূমিকা কি ছিল? কি কারণে মেয়েটির উপর এমন নির্মম আচরণ করা হলো তাও পুলিশ জানাতে পারেনি। সব কিছু পরিষ্কার করতে ঝুমুরকে দ্রুত রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে আহ্বান জানানো হয়।
আমাদের আইনের শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নূর-ই আলম চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমুখ।
সংগঠনের জেলা সেক্রেটারি নাজমুল আলমের নেতৃত্বে সংগঠনের সকল নেতা-কর্মীসহ জেলার অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন অংশ নেয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় সাদিয়া বর্বর নির্যাতনের শিকার হয়। গত ২৬ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় পুলিশ শাকিলের বাসা থেকে সাদিয়াকে উদ্ধার করে এবং শাকিলের স্ত্রী ঝুমুরকে গ্রেফতার করে। ওই ঘটনায় গৃহকর্ত্রী ঝুমুরকে একমাত্র আসামি করে মামলা গ্রহণ করে থানা পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর