গুরুতর আহত কাহালু থানার এএসআই মাসুদ রানার খবর নিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
আজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ সদস্যের খবর নেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার কাহালু পৌর মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনের সময় দু’পক্ষের হট্রগোল শুরু হয়। এসময় রেল-লাইনের পাথর নিক্ষেপে কাহালু থানার এএসআই মাসুদ রানার চোখে মারাত্মক আহত হন। পরে কাহালু থানা পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম আহত এএসআই মাসুদ রানাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত