সিরাজগঞ্জের এনায়েতপুরের আড়কান্দি কবরস্থান সংলগ্ন যমুনা নদীরপাড়ে ভাঙনরোধে বিশেষ দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নদী ভাঙন কবলিত এলাকাবাসীর আয়োজনে বিশেষ দোয়া মাহফিলে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার রহমানিয়া কওমি মাদরাসার মোহতামিম হযরত মাও. মোতালেবুর রহমান (সাইফি) ও বিশেষ বক্তা বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হযরত হাফেজ মাও. হোসাইন মোহাম্মাদুল্লাহ।
ভাঙন কবলিত ব্রাহ্মনগ্রামের মোন্তাজ, পাকুরতলার জাহিদুল ও আড়কান্দির আবদুল মতিন বলেন, দীর্ঘ প্রায় ৪ বছর ধরে এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মনগ্রাম-আড়কান্দি, পাকুরতলা, ঘাটাবাড়ি, বাঐখেলা ও পাঁচিল পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় যমুনার ভাঙ্গনে হাজার হাজার ঘরবাড়ি, বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। বাঁধের দাবিতে সভা-সমাবেশ, অনশন, মানববন্ধন করেছি। তারপরও টনক নড়েনি সরকারের। এখন বিধ্বস্তদের একমাত্র আল্লাহ ভরসা ছাড়া উপায় নেই। তিনি অসহায়দের এই বিশাল দোয়া কবুল করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন