লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম তাদের ৫ দিনের রিমান্ড মন্জুর করেন। দুপুরের পর লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফেরদৌসী বেগমের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জন আসামিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এসব তথ্য জানান।
ডিবির ওসি জানান, শনিবার (৭ নভেম্বর) ভোরে রাজধানী থেকে গ্রেফতার প্রথম মারধরকারী ও মামলার এক নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে রবিবার (৮ নভেম্বর) পাটগ্রাম থানায় আনা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর তাকে আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী। এছাড়া ওই মামলায় উফারমারা এলাকার রবিউল ইসলাম (৪৯) ও ইসলামপুর এলাকার সুজন মিয়াকে (২২) গ্রেফতার করা হয়েছে। আবুল হোসেনের সঙ্গে এই দুই আসামিকেও আদালতে সোপর্দ করা হয়। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার