নেত্রকোনা সদরের বড়গাড়া এলাকায় একটি বিড়ির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তামাক, বিড়ি জব্দ করেছে কাস্টমস অফিস। সোমবার (৯ নভেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করেন কাস্টমস অফিসার (রাজস্ব) নেত্রকোনা সার্কেল এক ইজাজুল হক এজাজ।
অভিযানে বড় গারা এলাকার সাদ্দামের ভাড়া দেওয়া একটি ঘরে ব্যবহৃত ফ্যাক্টরি থেকে ৩ বস্তা তামাক ও ৫৪০ প্যাকেট দয়াল বিড়িসহ অনেকগুলো বেন্ডল (বিড়ির গোড়ালিতে মোড়ানোর স্টিকার) জব্দ করা হয়। এর আগে গোপন সংবাদের খবরে এলাকায় গিয়ে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির পরিচালনায় একটি বিড়ির কারখানার সন্ধান পাওয়া যায়।
নেত্রকোনা সার্কেল (রাজস্ব) এক কাস্টমস কর্মকর্তা ইজাজুল হক এজাজ জানান, আমরা খবর পেয়েছি গত ১৫ দিন ধরে এখানে একটি বিড়ির কারখানা হয়েছে। এতে বিড়ির গোড়ালিতে যে ষ্টিকার লাগানো হয় সেগুলো নকল। এমন খবরে এসে দয়াল বিড়ি নামে যেই কারখানাটি পেয়েছি তাতে প্রাথমিক সত্যতা মিলেছে। কিছু সঠিক স্টিকার লাগানো আর কিছু নকল। তাই এগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ