নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রায়হান ফকির মুলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার