জুয়া খেলা ও গাঁজা সেবনের অপরাধে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৬ জুয়ারীকে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
সাজাপ্রাপ্তরা হলো ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আদু মিয়ার ছেলে ও সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা (৩৯), মৃত মোজাম্মেল হকের ছেলে শাহাদত হোসেন (৪৪), মৃত আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সাউথগাড়ী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুল হালিম (৪০), কলাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুর ইসলাম (৩৫) এবং সিংড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফেরদৌস আলী (৪৬)।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টায় ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের শারমীন পেট্রল পাম্প সংলগ্ন যুবলীগ নেতা মাসুদ রানার ‘স’ মিলের গদি ঘরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার কার্ডসহ ৬ জনকে আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন। তিনি মঙ্গলবার সকালে ওই যুবলীগ নেতাসহ ৬ জনকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন