গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় একটি শিশুকে বলৎকারের ঘটনার মাদ্রাসা শিক্ষক ক্বারী মো. মুকবুল হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১ এর সদস্যরা তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব-১ এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসা শিক্ষক ক্বারী মুকবুল হোসেন গত ২৮ জুন ভিকটিম শিশুকে কোরআন শিক্ষার কথা বলে তার বসতবাড়ির ২য় তলার একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের ও র্যাব-১ এর কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
পরে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলৎকারকারী শিক্ষক মুকবুলকে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে গ্রেফতার করে। মুকবুল হোসেন ওই এলাকার মৃত আব্দুল হাফিজ উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/আল আমীন