ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাঁও গ্রামের জান্টু মিয়ার বাড়ির দেয়ালে দাগ নেয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে জান্টু মিয়ার মেয়ে জামাই মিলনের সঙ্গে একই এলাাকার আউয়াল মিয়ার বিরোধ হয়। এরই জের ধরে প্রতিপক্ষের হামলায় জান্টু মিয়ার পক্ষে আব্দুল্লাহ খুন হন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, তুচ্ছ ঘটনার জের ধরেই এ হামলা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার