টাঙ্গাইলের ঘাটাইলে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের সামাজিক প্রচারাভিযান বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও সেইপ প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক ড. মো. সানোয়ার জাহান ভূইয়া।
সেইপ প্রকল্পের উদ্যোগে পায়াকট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন উক্ত কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, সেইপ প্রকল্পের পোগ্রাম অফিসার জিয়াউদ্দিন প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই