কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গ্রেফতার করে বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা এবং ৩ বোতল ফেনসিডিলসহ মাদক উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার ভোররাতে বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালানো হয়। এসময় ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তাদের দুজন নাটোরের হোসলাবাড়িয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মামনুর রশীদ (৩৩) ও একই জেলার বেলঘড়িয়া বাইপাস এলাকার মৃত আবু হোসেনের ছেলে রানা হোসেন (২৭)।
অপরদিকে, ফেনসিডিলসহ ফুলবাড়ির বিদ্যাবাগিস গ্রামের আব্দুর রহমানের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭) এবং আজোয়াটারী গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে সিরাজুল আলমকে (৫২) ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের সবার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ি থানার ওসি রাজীব কুমার রায়।
এদিকে, রৌমারী উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন জৈন্তিরকান্দা এলাকায় ১০০ লিটারের মতো চোলাই মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই