ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭১ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার বাতিরফুল গ্রামের মোঃ সাইফুল ইসলাম (২১) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের মোঃ সাগর মিয়া (২৪)। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আশুগঞ্জ গোল চত্বর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার