নোয়াখালীর সেনবাগে মন্দিরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহাদাত হোসেন (৩২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া কালী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন স্থানীয় রফিকপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকে শাহাদাতসহ আরেক শ্রমিক নলদিয়া কালী মন্দিরে কাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে মন্দিরের ছাদে কাজ করার সময় ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে অসতর্কতাবশত লোহার পাত লেগে শাহাদাত বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/আল আমীন