শিরোনাম
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
- দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৫ জনকে পুলিশে দিল জনতা
- রাবিতে বঙ্গবন্ধু হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
- কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস
- শাবাবের কলকাতার নিয়োগ বাতিল, নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
- আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড
- 'আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না'
- শতভাগ অনলাইনভিত্তিক ভূমিসেবা চালু হয়েছে : সিনিয়র সচিব
- বিশ্বজুড়ে আকাশযুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন!
রায়পুরে ঋণের জালে বন্দী মেঘনাপাড়ের জেলেরা
মো. মোস্তফা কামাল, রায়পুর
অনলাইন ভার্সন

লক্ষীপুরের রায়পুরের উপকূলীয় এলাকার বেড়ি বাঁধের দুই পাশে আশ্রয় নিয়েছে কয়েক’শ পরিবার। তাদের প্রায় সবাই একাধিকবার মেঘনা নদীর ভাঙনের শিকার।
কোনোরকম ঝুপড়ি তুলে আশ্রয় নিয়েছেন বেড়ি বাঁধের পাশে। তারমধ্যে ঋণ পরিশোধের চিন্তায় জীবনটা একেবারেই ফিকে হয়ে গেছে। আফসোসের সুরে ক্ষোভ নিয়েই কথাগুলো জানালেন, উপজেলার উপকূলীয় মেঘনা পাড়ের বাসিন্দা হিরন মাঝি।
তিনি জানান, এক সময় ঘর-বাড়ি হালের বলদ থাকলেও এখন আর কিছুই নেই। চারবার ঘর ভেঙেছে সর্বনাশা মেঘনা নদী। তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার। নদীতে মাছ ধরাই একমাত্র পেশা। অভাব অনটনের কারণেই স্থানীয় এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন। নদীতে জালে ইলিশ ধরা না পড়ায় ঋণ শোধ করতে গিয়ে এখন ঠিকমতো দুই বেলা খাবার জোটে না।
বেসরকারি সংস্থা এনজিও থেকে ঋণ নিয়ে উপজেলার গজারিয়া গ্রামের রিপন বকাউল দুঃখ করে বলেন ‘মা ইলিশ নিধনের’ নিষেধাজ্ঞার পরে আশা-ভরসা নিয়ে নদীতে মাছ ধরতে যাই। কিন্তু মাছ ধরা না পড়ায় ছেলে মেয়ে নিয়ে চরম দুঃখ কষ্টে রয়েছি। সংসার চালাতে গিয়ে বাধ্য হয়ে এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। এক এনজিও’র ঋণ পরিশোধ করতে করতে অন্য এনজিও থেকে ঋণ নিতে হয়। কিন্তু ঋণের বোঝা আর মাথা থেকে নামে না।
শুধু হিরন মাঝি ও রিপন বকাউল নয়, জেলেপাড়ার প্রায় সব পরিবারের ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন। সহায় সম্বল হারিয়ে বেড়ি বাঁধের পাশে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
বাঁধের উপর আশ্রয় নেওয়া জসিম, তাছলিমা, রোকেয়া, ইউনুছ, মানিক ও শরিফসহ অনেকেরই একই অবস্থা। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ও জেলে পল্লি ঘুরে এমন তথ্য জানা গেছে।
যারা বেড়ি বাঁধের দুই পাশে আশ্রয় নিয়েছেন স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনসহ নানা সমস্যায় জর্জরিত এমন প্রায় দেড় হাজার মানুষের বসতি এখানে। তাদের সঙ্গে কথা বলে জানা যায় এনজিও থেকে ঋণ নিয়ে সাময়িকভাবে উপকৃত হলেও ঋণ পরিশোধ করতে গিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয় তাদের। বাধ্য হয়ে ভিটেমাটি ও আসবাবপত্র পর্যন্ত বিক্রি করতে হয়।
এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, জালিয়ারচর, চরবংশী, চরলক্ষী, বাবুর চর, মেঘনা বাজার, মিয়ারহাট, পুরান বেড়ি ও চর কাচিয়া এলাকার প্রায় ৮০ শতাংশ লোক নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, জেলেরা একবারেই হতদরিদ্র। মাছ ধরার জন্য জাল, নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার কেনার জন্য আড়তদার ও মহাজনদের কাছ থেকে প্রতি বছর ঋণ নেন জেলেরা। দাদন নেওয়া জেলেরা নির্ধারিত আড়তেই মাছ বিক্রি করতে হয়।
মেঘনা বাজারের জেলে নুরু খালাসি বলেন, আড়তদারেরা প্রথমে মাছ, এরপর নগদ টাকা কেটে নেন। মাছ বিক্রির অর্ধেক টাকা দাদন ব্যবসায়ীদের কাছে চলে যায়। এ কারণে দিনরাত পরিশ্রম করেও তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা শত চেষ্টা করেও জেলেদের দাদন ব্যবসা থেকে দূরে রাখতে পারিনি। সরকারিভাবে জেলেদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হলে হয়তো দাদন ব্যবসা বন্ধ হবে।
বিডি প্রতিদিন/এমআই
এই বিভাগের আরও খবর