কুমিল্লার নাঙ্গলকোটে শিশুকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে খোকন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার খোকন মিয়া পৌর এলাকার খান্নাপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মৃত আলী নেওয়াজের মেয়ের জামাই।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি নাঙ্গলকোট পৌর এলাকার খান্নাপাড়ায়। সে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই শিশুকে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন খোকন মিয়া। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে খোকন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা খোকন মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় শিশুটির মামা মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে খোকন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর