কক্সবাজারের চকরিয়ায় ঘরে কেউ না থাকার সুযোগে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার সকাল ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রমজান আলী (৫০) হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড গাইনাকাটা গ্রামের মৃত জাকের আহমদের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে ওই কিশোরীর বাবা-মা মিলে বাড়ির অদূরে নিজের দোকানে নাস্তা তৈরি করতে যায়। তার দুই ভাই-বোনও মক্তবে পড়তে যায়। ঘরে একা অবস্থান করছিল প্রতিবন্ধী বধির কিশোরী। সকাল ৭টার দিকে বাড়ির পেছনে প্রাকৃতিক কাজ সেরে আসার পথে রমজান আলী কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণ করে।
অপর এক শিশু খেলতে যাওয়ার সময় এ ঘটনা দেখে দোকানে গিয়ে তার মাকে জানায়। মা দৌড়ে আসার পর ধর্ষক রমজান আলী পালিয়ে যায়।
ভিকটিমের মা জানায়, আমার মেয়েকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে রেফার করেন। তিনি আরও জানান এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর