মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন চলছে। শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ১২৮ জন ভোটার রয়েছেন। তারা নতুন কমিটি নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করছেন। এবার ২৭টি পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালে মানিকগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠিত হয়। এটির নাম ১৯৮৪ সালে জেলা ক্রীড়া সংস্থা করা হয়। জেলা প্রশাসক পদাধিকার বলে সংস্থার সভাপতি হন।
তাই সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন সেটি নিয়েই ভোটারদের আগ্রহ একটু বেশি। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান।
বিডি প্রতিদিন/আবু জাফর