চুয়াডাঙ্গা পৌরসভার ভূগর্ভস্থ পানি শোধনাগার কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটির উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর খোকন মুন্সি, সিরাজুল ইসলাম মণি, সুলতান আরা রত্না, পৌর সচিব শরিফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পানি শোধনাগারটি চালু করার ফলে পৌর এলাকার নাগরিকরা এখন থেকে সুপেয় নিরাপদ পানি পাবেন। যে পানি সম্পূর্ণ আর্সেনিক ও আয়রন মুক্ত করে সরবরাহ করা হবে।
মেয়র আরও বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রায় সাত হাজার গ্রাহককে প্রতিদিন ৩৫ লাখ লিটার নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে এর জন্য গ্রাহককে বাড়তি কোনো বিল পরিশোধ করতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর