নেত্রকোনার আটপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ফিসারিতে বিষ প্রয়োগকিরে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামের খাইরুল ইসলামের ৮টি পুকের মধ্যে ৩টি পুকুরে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও ফিসারির মালিক জানায়, তার ৮টি পুকুরে রুই, কাতলা, মহাশোল, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। এর মধ্যে ৩টি পুকুরে আজ ভোরের কোন এক সময় কে বা কারা বিষ প্রয়োগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মো. আলী হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন