নাটোরের সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার সকাল ১১টায় সিংড়া প্রেসক্লাব ভবনে পরিবেশকর্মী মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মো. এমরান আলী রানাকে সভাপতি ও মো. আবু জাফর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, একঝাঁক পরিবেশকর্মীদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় পরিবেশ, প্রকৃতি, চলনবিল, জীববৈচিত্র্য, খাল, নদী নিয়ে কাজ করতে চাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন