কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ডায়াবেটিস সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
র্যালিটি নাঙ্গলকোট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে সভাস্থলে মিলিত হন।
নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যন আবু ইউসুফ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, প্রকল্প পরিচালক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির ব্যবস্থাপক আবু তৈয়ব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন