বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দফা অনশন করার পরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে।
জানা যায়, চাটখিলের পূর্ব দেলিয়াই গ্রামের কাউছার হোসেনের (৩৫) সাথে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর (১৯) মোবাইলে ফোনে পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে গত তিন বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। পরে কাউছার তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিক স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।
কিছু দিন আগে তরুণী তার প্রেমিক কাউছারকে বিয়ে করার কথা বললে সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ওই তরুণী কাউছারের বাড়িতে আসার পর কাউছারের পরিবারের লোকজন তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেন। অপর দিকে অভিযুক্ত কাউছার তার বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়।
এরপর দুই দিন অনশন করেও কোনো সমাধান না পাওয়ায় অবশেষে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে ওই তরুণী।
এ ব্যাপারে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আলোকে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর