গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো ধর্ষণ চেষ্টাকারীর পক্ষ নিয়ে ওই শিশুর পরিবারের লোকজনকে মারধর করা হয়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে মেয়ের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার জুয়েল মিয়ার শিশু কন্যা গত মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে যাচ্ছিল। এসময় যাওয়ার পথে এরশাদ মিয়া (২৫) নামের এক যুবক ওই শিশু কন্যার পথরোধ করে। পরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ওই শিশুর চিৎকারে তার মা-বাবা এগিয়ে এসে অভিযুক্ত এরশাদ মিয়াকে ধরে গালিগালাজ করে। পরে বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তি এরশাদ মিয়াকে ওই শিশুর পরিবারের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এসময় বাধা দিলে তারা ওই শিশুর বাবা-মাকে মারধর করে।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি রাজিব চক্রবর্তী জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। তবে তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর