বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব মোস্তাফিজার রহমান খাজা (৬৯) শনিবার ভোর সাড়ে ৪ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তিনি ফুসফুসে সমস্যাজনিত কারনে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সহ আত্মীয়স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা নামাজ বাদ জোহর শহরের রহমান নগর কাজীখানা শাহী জামে মসজিদে এবং শাজাহানপুরের মাদলার লক্ষ্মীকোলা গ্রামে বাদ আসর ২য় জানাযা নামায হয়েছে। এরপর পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। তিনি শহরের রহমাননগরে বসবাস করতেন।
বিডি প্রতিদিন/হিমেল