ফরিদপুর পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে প্রাকট্রিক্যাল অ্যাকশন বাংলাদেশ। ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় ফরিদপুর পৌরসভা এলাকার বিভিন্ন বাড়ির বর্জ্য যত্রতত্র না ফেলে পৌরসভার ভ্যানে বর্জ্য দিয়ে শহরকে পরিছন্ন রাখার অংশ হিসাবে এলাকা ভিত্তিক মোটিভেশন সভার আয়োজন করা হয়।
আজ শনিবার দুপুরে শহরের গোয়ালচামটস্থ ওয়ারলেস পাড়ায় এ মোটিভেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল।
এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাফ এর সভাপতি বেলায়েত হোসেন, প্রাকট্রিক্যাল অ্যাকশনের ফিল্ড ফ্যাসিলিটিটর প্রসেনজিত দাস, সাংবাদিক কামরুজ্জামান সোহেল। অনুষ্ঠানে বিভিন্ন বাড়ির বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে পালন করায় ১০ জন গৃহিণীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর