বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রামে বাবু ঘোষের বাঁশ বাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারকারী এসআই কামাল হোসেন জানান, মুখমণ্ডলে সাদা দাড়ি ওয়ালা অজ্ঞাত ওই ব্যক্তির পরনে ছেঁড়া নীল রঙের লুঙ্গি ছিল। শরীরের উপরীভাগে কোনো পোশাক ছিল না। গত ২/৩ দিন পূর্বে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে গ্রামবাসী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই ব্যক্তিই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, দুপুরে সালেহা বেগম নামে এক নারী বাগানে পাতা কুড়াতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন