মোংলা-মাওয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শনিবার রাত ১১টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্য ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ফকিরহাটে আট্টাকী গ্রামের নাজমুল শেখ মেয়ে শিরিনা বেগম, সাথি বেগম (১৮) ও জাকিয়া বেগম (৪৫)। জাকিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিশ্বরোড এলাকায় একটি গরু বহনকারী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠার সময় কাটাখালী থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার