রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুর জেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন।
আজকের মানববন্ধনের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেজাউল মোস্তফা রাজিব। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী কামরুল হাসান সজীব, বর্তমান শিক্ষার্থী শাকিল হাওলাদার, এইচএম নাঈম ইসলাম, শাওন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার পরিবার।
বিডি প্রতিদিন/আবু জাফর