নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনালে নেত্র পরিবহনের চাপায় জিয়াউর রহমান (২০) নামের এক বাসের হেলপার নিহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের পারলা বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটেছে।
নিহত জিয়াউর গাজীপুর জেলার টঙ্গী পূর্বথানা বণমালা গ্রামের হায়দার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নেত্র পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ে নেত্রকোনায় এসে যাত্রী নামিয়ে টার্মিনাল এলাকাতেই রাস্তা পার হচ্ছিলেন বাসের চালক ও হেলপাররা।
এ সময়ে অন্য একটি বাস হেলপার জিয়াউরকে চাপা দেয়। পরে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর