কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় জালাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শ্যামপুর এলাকায় একটি জমিতে হালচাষ শেষে ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টরটি নিয়ে রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু জালালকে ধাক্কা দেয়। এসময় জালাল গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার