গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রবিবার দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বটতলায় বাবুল গাইনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাবুল গাইন, নীলকান্ত বাড়ৈ ও অমর গাইনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই ৩টি দোকান পুড়ে যাওয়ায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাবুল গাইন।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সকলেই ধার-দেনা করে এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ছিলেন। এরা সর্বশান্ত হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করার মতো এদের কোন পূঁজি নেই।
বিডি প্রতিদিন/হিমেল