কুমিল্লার নাঙ্গলকোটে রাকিব (১৫) নামে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার উপজেলার জোড্ডা পশ্চিম ইউপি’র দক্ষিণ নোয়াপাড়া গ্রামের ফসলি জমিতে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিব ওই গ্রামের অটোরিকশা চালক সায়েদুল হকের ছেলে।
জানা যায়, কিশোর রাকিব সায়েদুল হক নামের স্থানীয় এক প্রবাসীর বাড়িতে থেকে কাজ করত। দেড় মাস পূর্বে সে নিরুদ্দেশ হয়। রবিবার সকালে নোয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিন রাসেল নামে এক কিশোর ঘাস কাটতে গিয়ে গলিত মরদেহ দেখতে পায়। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। এএসপি সার্কেল (চৌদ্দগ্রাম) সাইফুল ইসলাম ও নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন পূর্বে রাকিবকে হত্যা করে মরদেহ ওখানে ফেলে রাখা হয়। মরদেহের পরনে নীল রঙের প্যান্ট ও কাপড়ের বেল্ট দেখে স্বজনরা কিশোর রাকিব বলে শনাক্ত করে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর