পাবনার বেড়ায় উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল হক বাবুর উপর হামলার ঘটনায় ৩৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
রবিবার দুপুরে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম বাদি হয়ে সাঁথিয়া থানায় এ মামলা দায়ের করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী রেজাউল হক বাবুকে নিয়ে শনিবার বিকেলে ঢাকা থেকে বেড়া ফিরছিলেন অভিযোগকারী জাহিদুলসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা। তারা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেড়া সিএন্ডবি বাজারে পৌঁছালে সন্ত্রাসীরা পথরোধ করে গাড়িতে গুলি করে। এ সময় বিশটি মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করে, গাড়িতে থাকা কর্মীদের হাসুয়া, চাপাতি, হকিস্টিক দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরতির জখম করে বলেও অভিযোগে বলা হয়েছে।
ওসি আসাদুজ্জামান আরও বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, রেজাউল হক বাবুর উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বেড়া সিএন্ডবি বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন