বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে জমি-জমা নিয়ে দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে সাতবেকী গ্রামের মেহেদুল ইসলামের ছেলে ও দুবাই প্রবাসী মিজানুর রহমান সোহাগের সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ জামান সরকারের ছেলে মাহফুজার রহমান, মাহবুর রহমান ও মাজেদুর রহমান মিঠুর সাথে বাড়ির পার্শ্ববর্তী সাতবেকী মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
ওই জমি নিয়ে কয়েক দফা গ্রাম্য ও থানায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি। এর একপর্যায়ে আজ রবিবার মোহাম্মদ জামান সরকারের ছেলে মাহবুবুর রহমান ও তাদের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের চেষ্টা চালায়। এসময় প্রতিপক্ষের মেহেরুল ইসলাম ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে চাষ করতে নিষেধ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দুবাই প্রবাসী মিজানুর রহমান সোহাগের বাবা মেহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাতবেকী মৌজার ৪১৫নং দাগে মোট ৮৮ শতক জমি রয়েছে। ওই জমির একটি অংশ তাদের। তাদের পূর্ব পুরুষেরা জমিটি তাদের নামে লিখে দেন। এরপর ওই জমিটি আবারও অন্যের নিকট বিক্রি করে। সেই বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষের লোকজন আজ রবিবার বেলা আনুমানিক ১০টায় দখল করতে আসে।
এবিষয়ে মাহবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি। প্রতিপক্ষের লোকজন নিজেদের দাবি করে জমি চাষে বাঁধা দেয়। এছাড়াও তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত ওই জমিটি তারা ভোগ দখল করে আসছেন।
এ ঘটনার পর সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম রেজার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তাদের গোচরে রয়েছে। উভয়পক্ষকে কাগজপত্র সহ থানায় আসতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর