ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনের ফল বাতিল এবং বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি।
আজ রবিবার বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চিনিশপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতারা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় চিনিশপুর তিতাস গ্যাস অফিস রোডসহ ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর