বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সাথেই ছাত্রলীগের ইতিহাস জড়িয়ে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বাংলাদেশের যতগুলো মহান অর্জন আছে তার পিছনে রয়েছে ছাত্রলীগের অবদান। ছাত্রলীগের অতীত ইতিহাস গর্ব ও অহংকারের ইতিহাস। সেই গৌরব উজ্জল ইতিহাসকে অব্যাহত রাখতে হরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে। সেইসাথে এখন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়তে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রবিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: খালেদ আল হোসাইন আরজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মো: নিহাদুল আলম নিহাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাকসুদ বিন জালাল প্লাবন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল