নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত চেয়ারম্যান ওমর ফারুক বাদশার সহধর্মিনী শাহনাজ বেগম, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, স্বতন্ত প্রার্থী কবির হোসেন, মফিজুর রহমান ও জোবায়ের হোসেন।
রবিবার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন বাচাইয়ের তারিখ ১৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ও ২৪ নভেম্বর। আগামী ১০ ডিসেম্বর এ উপজেলায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লাখ ১৬ হাজার ২ শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২লাখ ১৫ হাজার ৯শত ৯৮ জন এবং মহিলা ২ লাখ ২শত ৩৬ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন