নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩১) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ডা. ফারুকের ভাড়াটিয়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক ডাঃ ফারুক জানান, গত দুই মাস পূর্বে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী আমার বাসায় ভাড়া আসেন। শনিবার দুপুরে পাশের রুমের লোকজন গিয়াসউদ্দিনের গলাকাটা রক্তাক্ত লাশ দেখে আমাকে জানালে আমি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত গিয়াস উদ্দিন কুমিল্লা মনোহরগঞ্জ এলাকার ফয়দাতুল্লার ছেলে এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গিয়াস উদ্দিন (৩১) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার