কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান আবু তাহেরের ভাই ও দুই ছেলেসহ মনোনয়নপত্র জমা দিলেন আটজন।
রবিবার মনোনয়ন জমার শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, আবু তাহেরের বড় ছেলে আবু ছাইব বাপ্পি ও ছোট ছেলে কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী মোঃ আল-আমিন।
আগামী ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন