উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রবিবার ফরিদপুর পৌরসভায় মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগ, স্বতন্ত্রসহ ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের অমিতাব বোস, বিএনপির নায়াবা ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শেখ মাহতাব আলী মেথু মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া কাউন্সিলর পদে মোট ২০৮ জন, সংরিক্ষত মহিলা কাউন্সিলর ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মধুখালী পৌরসভায় মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন। বিগত দিনে ফরিদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার পৌরসভা এলাকাকে বর্ধিত করে ২৭টি ওয়ার্ড গঠন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর ও মধুখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল